তথ্য প্রযুক্তি খাতে নারীর ক্ষমতায়নে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

১৩ জানুয়ারি, ২০২০ ২২:০৭  
তথ্য প্রযুক্তি খাতে নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে বেসিস নির্বাহী পরিষদের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই পরামর্শ দেন। একই সঙ্গে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশের তথ্য প্রযুক্তি ব্যবসায় খাতকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে বেসি প্রতিনিধিদের যে কোনো সহায়তার আশ্বাস দেন তিনি। দেশের আইটি খাতের অগ্রযাত্রায় বেসিস এর ভূমিকা ও ভবিষৎ কর্ম পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে বেসিস নির্বাহী পরিষদ সদস্য ফারহানা এ রহমান, মুশফিকুর রহমান ও দিদারুল আলম বৈঠকে অংশ নেন।